মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আধুনিক শিক্ষা ছাড়া ইসলামি শাসনব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: আফগান প্রধান বিচারপতি

আধুনিক শিক্ষার বিকাশ ছাড়া ইসলামি শাসনব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করা সম্ভব নয়।
আবদুল হাকিম হাক্কানি। ছবি : সংগৃহীত
আবদুল হাকিম হাক্কানি। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানি বলেছেন, আধুনিক শিক্ষার বিকাশ ছাড়া ইসলামি শাসনব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করা সম্ভব নয়।

উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি বলেন, ইসলামি শাসন ব্যবস্থার স্থায়িত্ব ও ধারাবাহিকতা নির্ভর করে জ্ঞান ও শক্তি—দুইয়ের সমন্বয়ের ওপর। তাঁর মতে, এই শক্তি অর্জনের একমাত্র উপায় হলো আধুনিক বিজ্ঞান ও শিক্ষার প্রসার।

তিনি শিক্ষাব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ইসলামি মূল্যবোধ ও আফগান ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যবই ও পাঠক্রম হালনাগাদ করা জরুরি। তিনি মনে করেন, একাডেমিক উপকরণে পরিবর্তন আনা গেলে শিক্ষাব্যবস্থার অন্যান্য অংশেও ইতিবাচক সংস্কার সম্ভব হবে।

প্রধান বিচারপতি আরও বলেন, সারা দেশে শিক্ষার মানোন্নয়ন এখন সময়ের দাবি। তিনি আফগান শিক্ষকদের প্রশংসা করে বলেন, আমাদের শিক্ষকরা সবাই মুসলমান, দক্ষ ও দায়িত্বশীল। যারা ইসলামি মূল্যবোধের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেননি, তারা আগেই দেশ ছেড়ে চলে গেছেন।

হাক্কানির মতে, আধুনিক জ্ঞানের বিকাশ এবং ইসলামি মূল্যবোধের সমন্বয়ই আফগানিস্তানে একটি স্থিতিশীল ও টেকসই ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মূল চাবিকাঠি।

সূত্র: দ্য খোরাসান ডায়রি