চলমান যুদ্ধে আল কুদস ব্রিগেডের সর্বোচ্চ সামরিক নেতৃত্ব কাউন্সিল অব কমান্ডারসের আটজন সদস্য শাহাদাত বরণ করেছেন। আজ এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সারায়া আল কুদস মুখপাত্র আবু হামজা।
তিনি বলেন, ‘আমরা সারায়া আল কুদসের রুকনি কাউন্সিলের সদস্যদের শাহাদাতের ঘোষণা দিচ্ছি। তাঁরা আমাদের নেতৃত্বের গর্ব, প্রতিরোধের ইতিহাসে যাঁদের নাম অমর থাকবে।’

শহীদ হওয়া আটজন কমান্ডার হলেন—
ইব্রাহিম মুহাম্মাদ জুমাআহ
মুহাম্মাদ ইব্রাহিম আল কাতরাওয়ি
ওয়ায়েল রজব আবু ফান্নুনাহ
মুহাম্মদ জাকি
সা’ইর মনসুর উবাইদ
খালিদ মূসা আল বান্না
আবদুল্লাহ মাহমুদ আবু ইয়াদাহ
আইমান নাসির জা‘রাব
আবু হামজা বলেন, ‘আমাদের নেতারা শহীদ হয়েছেন, কিন্তু প্রতিরোধ বেঁচে আছে। তাঁদের রক্ত আমাদের অঙ্গীকার আরও দৃঢ় করবে—এই ভূমিতে দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত লড়াই চলবে।’
সূত্র: রুয়্যা নিউজ











