ভারতের উত্তরপ্রদেশের হাপুরে উগ্র হিন্দুত্ববাদী দুষ্কৃতকারীদের ভয়াবহ হামলার শিকার হয়েছে এক মুসলিম পরিবার। ওই হামলায় তিনজন গুরুতরভাবে আহত হন এবং পরিবারের বোরখা পরিহিত নারীরা প্রকাশ্যে হেনস্তার শিকার হন।
ঘটনাটি ঘটে ১৯ সেপ্টেম্বর গভীর রাতে পাকহওয়া থানার মাসুটা মোড়ে। গাজিয়াবাদের মছিনা গ্রামের সজিদ ও তার ভাই জাহিদ পরিবার নিয়ে গাড়িতে বাড়ি ফিরছিলেন। এসময় প্রায় ডজনখানেক হিন্দুত্ববাদী দুষ্কৃতকারী লোহার রড ও ইট নিয়ে তাদের গাড়ি আটকায়। মুহূর্তেই গাড়ি ভাঙচুর করা হয় এবং চালকসহ পরিবারের সবাইকে পিটিয়ে রক্তাক্ত করে। বোরকা পরিহিত নারীরাও তাদের হাত থেকে রেহাই পাননি।

হামলার সময় শাহজাদ নামের স্থানীয় এক যুবক প্রতিরোধ করতে গেলে তাকেও অমানবিকভাবে মারধর করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ইতোমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে—নিশান্ত, ছোটু ওরফে হাতুড়, শিবা এবং মোহিত। বাকিরাও আইনের আওতায় আসবে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনা আবারও প্রমাণ করল, উত্তরপ্রদেশে উগ্র হিন্দুত্ববাদীরা দিনদুপুরে সংখ্যালঘু মুসলিমদের ওপর তাণ্ডব চালাচ্ছে এবং সাধারণ মুসলিম পরিবারগুলো চরম অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছে।
সূত্র: মুসলিম মিরর









