কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে বলা হয়েছে, সোমবার সকালে ঝাড়খণ্ডের হাজারি বাগ জেলায় তল্লাশি অভিযানের সময় ভারতীয় বাহিনী তিন জন আদিবাসী অ্যাক্টিভিস্টকে গুলি করে হত্যা করেছে।
ভারতীয় পুলিশ এই হত্যাকাণ্ডকে ঢাকতে নিহতদের ‘সিপিআই-এম বিদ্রোহী’ বলে দাবি করেছে। এই সংগঠন দীর্ঘদিন ধরে ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী আধিপত্য থেকে মুক্তির আন্দোলন চালিয়ে আসছে।
পুলিশের দাবি, নিহতদের মধ্যে অন্যতম নেতা সহদেব সরেনও রয়েছেন। তারা বলেছে, গোরহার থানার অন্তর্গত পানতিতরি অরণ্যে কথিত ‘এনকাউন্টার’-এ এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
সূত্র: কেএমএস





