ভারতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সাম্প্রদায়িক বিদ্বেষ ও মুসলিম নারীদের বিরুদ্ধে ঘৃণার রাজনীতি। কর্নাটকের বিজেপি বিধায়ক বাসানগৌড়া পাটিল যাত্নাল প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন—যে কোনো হিন্দু যুবক যদি মুসলিম নারীকে বিয়ে করেন, তাঁকে দেওয়া হবে পাঁচ লাখ রুপি পুরস্কার।
ভারতে বহুদিন ধরেই মুসলিম নারীদের টার্গেট করে পরিকল্পিতভাবে ‘লাভ জিহাদ’–এর অপপ্রচার ছড়ানো হচ্ছে। বিয়ের নামে তাঁদের মর্যাদা ও নিরাপত্তাকে উপহাস করার পাশাপাশি সমাজে সাম্প্রদায়িক বিভাজন উসকে দেওয়াই এই ঘোষণার উদ্দেশ্য—এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।

বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে, বিজেপি মুসলিমদের অপমান ও হেয় করার মাধ্যমে জনমত ঘোলাটে করতে চাইছে। মানবাধিকারকর্মীরাও একে নারীসমাজের বিরুদ্ধে সরাসরি আক্রমণ বলে আখ্যা দিয়েছেন। তাঁদের মতে, টাকার লোভ দেখিয়ে মুসলিম নারীদের বিরদ্ধে এমন কুৎসিত রাজনীতি কেবল নারীর মর্যাদাকেই আঘাত করে না, বরং সমাজে ঘৃণা ছড়ানোর স্পষ্ট প্রমাণও বটে।
যাত্নালের এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, এ ধরনের উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।
মুসলিম নারীরা কোনো রাজনৈতিক খেলার পুতুল নন। তাঁদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। বিজেপির এই ঘোষণাই প্রমাণ করে, সাম্প্রদায়িক বিভাজনকে হাতিয়ার বানিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার নোংরা খেলায় তারা যে কোনো পর্যায়ে নামতে প্রস্তুত।
সূত্র: দ্য সিয়াসাত









