মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

বুথিডংয়ে রোহিঙ্গা নারীকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আরাকান আর্মি

ছবি: ফাইল ফটো
ছবি: ফাইল ফটো

মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডং শহরের ইওয়াত নিউ টাউং গ্রামে রোহিঙ্গা নারী নুরবি (৪৪)–এর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, তাঁকে ডাকাতি, গণধর্ষণ ও হত্যার পর মরদেহ ফেলে যায় আরাকানের বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র সদস্যরা।

নুরবি ১ সেপ্টেম্বর পাওনা টাকা আনতে কাছের কিন টাউং গ্রামে গিয়েছিলেন। ফেরার পথে তল্লাশিচৌকিতে আরাকান আর্মি তাকে আটকে রাখে । প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁর গয়না ও টাকা ছিনিয়ে নেওয়ার পর তাঁকে গণধর্ষণ করে হত্যা করা হয়। পরে মরদেহ ইওয়াত নিউ গ্রামে একটি পানির ট্যাংকে ফেলে দেওয়া হয়।

স্বজনদের অভিযোগ, ঘটনাটি আরাকান আর্মির আঞ্চলিক কমান্ডার জানতেন। তিনি পরিবারকে ধৈর্য ধরতে বলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়নি; বরং কয়েকজন রোহিঙ্গাকে ডেকে এনে তড়িঘড়ি করে দাফন করতে বাধ্য করা হয়।

আরাকান আর্মির নিয়ন্ত্রণে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার। মিথ্যা অভিযোগে বাড়িঘরে তালা দেওয়া, সম্পত্তি বাজেয়াপ্ত, উচ্ছেদ ও চলাচলে কড়া নিষেধাজ্ঞা তাদের জীবনে নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। প্রতিটি রোহিঙ্গা গ্রামে প্রবেশ ও বের হওয়ার পথে কড়া তল্লাশি চালানো হয়।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন