মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

তুতি ময়দান গ্যাসক্ষেত্র আফগানিস্তানকে পরিণত করতে পারে রপ্তানিকারক দেশে

ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের তুতি ময়দান গ্যাসক্ষেত্রে অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম উদ্বোধন করেছেন অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার। এ সময় তিনি বলেন, এই প্রকল্প দেশের জন্য গুরুত্বপূর্ণ এক মাইলফলক হয়ে উঠবে।

বারাদার জানান, প্রকল্পটি শুধু কর্মসংস্থান সৃষ্টি করবে না, দেশের ভেতর গ্যাসের বড় চাহিদা পূরণ করবে। এতে আমদানি করা গ্যাস ও বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে এবং ভবিষ্যতে আফগানিস্তান গ্যাস রপ্তানির সুযোগও পাবে।

তিনি স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের সময় ঠিকাদারকে নির্ধারিত নীতি ও মানদণ্ড কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন।