মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আরাকানে স্কুলে বিমান হামলা, শিক্ষার্থীসহ নিহত ১৮

ছবি: এএনএ
ছবি: এএনএ

মিয়ানমারের আরাকানে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ জন শিক্ষার্থী নিহত ও ২০ জন আহত হয়েছে। শনিবার রাতে কিয়াউকটাউ শহরের থাইত পেইন গ্রামের একটি আবাসিক উচ্চ বিদ্যালয়ে এ হামলা চালানো হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ‘পিনিয়ার পাং কন’ নামের ওই বিদ্যালয়ে দুইটি বোমা ফেলা হয়। প্রতিটি বোমার ওজন ছিল প্রায় ৫০০ পাউন্ড। বোমা সরাসরি ভবনের সামনে গিয়ে পড়ায় ব্যাপক প্রাণহানি ঘটে।

স্থানীয় গণমাধ্যমে পাওয়া ছবিতে দেখা গেছে, নিহত শিশুদের মরদেহ একসঙ্গে কবরস্থানে জড়ো করে রাখা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশির ভাগই বিদ্যালয়ের শিক্ষার্থী। কাছাকাছি বাড়ির কয়েকজন শিশুও প্রাণ হারিয়েছে।

২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। বেসামরিক এলাকায় বিমান হামলা এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সন্ত্রাসী আরাকান আর্মি নিয়ন্ত্রণাধীন এলাকায় এ ধরনের হামলা বেড়েছে।

আরাকান আর্মি ও সেনাবাহিনীর এই লড়াইয়ে দু’পক্ষেরই নির্যাতনের শিকার হচ্ছে রোহিঙ্গা মুসলিমরা। হত্যা, ধর্ষণ বাস্তুচ্যুতি ও জোরপূর্বক শ্রমে নিয়োগের মতো অপরাধ হয়ে দাঁড়িয়েছে নিত্যনৈমিত্তিক ঘটনা।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন