আফগানিস্তানে রহস্যজনক হত্যাকাণ্ড প্রতিহত করা হয়েছে এবং মাফিয়া চক্র ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা অধিদপ্তর (জিডিআই)। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থার প্রধান মৌলভি আব্দুল হক ওয়াসিক এ তথ্য জানান।
ওয়াসিক বলেন, মার্কিন সেনা প্রত্যাহারের চার বছর পর ইসলামি ইমারাত দেশের নিজস্ব নিরাপত্তা শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কাজ করছে।

তিনি আরও জানান, গত বছর পরিচালিত একটি বড় দুর্নীতিবিরোধী অভিযানের মাধ্যমে সংঘাত উসকে দেওয়ার চেষ্টা ব্যর্থ করা হয়েছে। একই সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার সহায়তায় আফগানিস্তানের জাতিগত ও সামাজিক বিভেদ উস্কে দিতে গড়ে উঠা বিভিন্ন গোষ্ঠীকে প্রতিহত করা হয়েছে।
জনগণের সহযোগিতায় আফগান গোয়েন্দা সংস্থার সাফল্য এসেছে উল্লেখ করে ওয়াসিক বলেন, ইসলামিক আমিরাতের গোয়েন্দা সংস্থা জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাঁর দাবি, গোয়েন্দা ইতিহাসে এটি একটি বিরল দৃষ্টান্ত।
সূত্র: হুররিইয়াত





