মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

গজনীতে গণবিবাহ, ২২ দম্পতির বিয়ে একসঙ্গে

Ghazni-Wedding

আফগানিস্তানের গজনী প্রদেশে দাতব্য সংস্থা ও স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় একসঙ্গে ২২ দম্পতির বিয়ে হয়েছে। বুধবার গজনী শহরের একটি বেসরকারি ওয়েডিং হলে এই গণবিবাহের আয়োজন করা হয়।

সাদাত চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান কারী মোহাম্মদ ঘৌস কাওশ বলেন, দরিদ্র পরিবারগুলোকে অপ্রয়োজনীয় খরচ থেকে রক্ষা করতেই এ আয়োজন করা হয়েছে। নবদম্পতিরা আর্থিক সংকটে ভুগছিলেন, নিজেদের খরচে বিয়ে করা তাঁদের পক্ষে সম্ভব হয়নি।

তিনি জানান, গত চার বছরে এটি তাঁদের চতুর্থ আয়োজন। এবারের অনুষ্ঠানে ব্যয় হয়েছে ৮ লাখ ৫০ হাজার আফগানি, যা সাদাত ফাউন্ডেশন ও কয়েকজন ব্যবসায়ী ব্যক্তিগতভাবে বহন করেছেন।

কাওশ বলেন, ভবিষ্যতেও এ ধরনের গণবিবাহের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে অতিরিক্ত খরচ, উচ্চ দেনমোহর ও সামাজিক অনৈতিকতা কমানো যায়।

বরদের একজন আহমদ ফাওয়াদ বলেন, ‘আমি খুশি, কারণ নিজের খরচে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না।’ অনুষ্ঠানে উপস্থিত শাহ আলম বলেন, এমন আয়োজন বহু পরিবারকে অতিরিক্ত ব্যয় থেকে রক্ষা করছে। দেশের অর্থনৈতিক সংকট ও তরুণদের বেকারত্বের প্রেক্ষাপটে এটি বড় সহায়তা।

গজনীতে প্রতিবছরই বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও আলেমদের সহায়তায় গণবিবাহের আয়োজন করা হয়। দেশের অন্য প্রদেশগুলোতেও এ ধরনের আয়োজন হয়ে আসছে।