ইসলামি ইমারাত আফগানিস্তানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, উজবেকিস্তান শিগগিরই আফগানিস্তানকে ৫৭টি সামরিক হেলিকপ্টার ফেরত দেবে। ২০২১ সালের আগস্টে সাবেক সরকার পতনের সময় আফগান সেনারা এসব হেলিকপ্টার উড়িয়ে নিয়ে উজবেকিস্তানে চলে গিয়েছিল। তখন থেকে সেগুলো উজবেকিস্তানেই পড়ে আছে।
মুজাহিদ বলেন, এ নিয়ে কাবুল ও তাশখন্দের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। জাতীয় সম্পদ পুনরুদ্ধারের অংশ হিসেবে ইসলামি ইমারাত নিয়মিত হেলিকপ্টারগুলো ফেরত দেওয়ার দাবি জানিয়ে এসেছে।
তিনি আশা প্রকাশ করেন, হেলিকপ্টার হস্তান্তর আফগানিস্তানের বিমান সক্ষমতা পুনর্গঠনে সহায়ক হবে এবং দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে।
বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তকে প্রতীকী ও কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটি দুই দেশের সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান প্রদর্শন এবং মধ্য এশিয়ায় শান্তি ও আঞ্চলিক সংযোগ বাড়ানোর ক্ষেত্রে উজবেকিস্তানের আগ্রহকে স্পষ্ট করে।
সূত্র: দ্যা কাবুল টাইমস





