মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

নিজ গ্রামে ফেরার পথে  ২৩ জন রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমার সেনাবাহিনী

২৩ জন রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমার সেনাবাহিনী। ছবি: এএনএ
২৩ জন রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমার সেনাবাহিনী। ছবি: এএনএ

স্থানীয় সংবাদমাধ্যম নারিনগারা নিউজ জানিয়েছে, রোববার কিয়াউকফিউ এলাকায় নদীর মোহনায় টহলের সময় সেনাদের নৌকা আটক করে দুটি নৌযান। পরে আটক ব্যক্তিদের স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। তবে এখনও কাউকে ছাড়া হয়নি।

স্থানীয়দের বরাত দিয়ে বলা হচ্ছে, আটকরা এর আগে থাইল্যান্ড, মালয়েশিয়া ও মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে আশ্রয় নিয়েছিলেন। পরে কিয়াউকফিউতে আটকে পড়েন। নিরাপত্তা পরিস্থিতির কারণে সেনাশাসিত কর্তৃপক্ষ তাঁদের ওই এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি দেয়নি। তাই অনেকে দালালের মাধ্যমে নৌকায় করে নিজ গ্রামে ফেরার চেষ্টা করছিলেন। দালালরা সাধারণত পালিয়ে যায়, ধরা পড়েন যাত্রীরা। ধারণা করা হচ্ছে, জরিমানা আদায়ের পর তাঁদের ছেড়ে দেওয়া হতে পারে।

আরাকানে গত বছরের নভেম্বরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে সেনারা অভিযান শুরু করার পর থেকে সন্ত্রাসী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ চলছে। এই লড়াইয়ের সবচেয়ে বড় শিকার রোহিঙ্গারা। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে, আবার অনেকে পালিয়ে এসেছে বাংলাদেশে। ভেতরে রয়ে যাওয়া রোহিঙ্গারা পড়েছেন দুই পক্ষের নির্যাতন, হত্যা ও সহিংসতার মাঝে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন