মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

গাজায় ৭০০ দিনের যুদ্ধে ক্ষতি ৬৮ বিলিয়ন ডলারের বেশি

image-1757249839

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৭০০ দিন পার হয়েছে। এই সময়ে প্রায় পুরো অঞ্চলই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সরকারি হিসাবে, যুদ্ধের ক্ষয়ক্ষতি ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি।

গাজার সরকারি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান আগ্রাসনে গাজার প্রায় ৯০ ভাগ অবকাঠামো নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিক খাত।

প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত ইসরায়েল গাজায় অন্তত এক লাখ ২৫ হাজার টন বিস্ফোরক ফেলেছে। এসব বিস্ফোরকের আঘাতে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসন। প্রতিদিন ধ্বংস করা হচ্ছে গড়ে ৩০০টি ভবন।

প্রতিবেদনে আরও জানানো হয়, অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ খাতকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব খাতে প্রাথমিক ও প্রত্যক্ষ ক্ষতির পরিমাণ ৬৮ বিলিয়ন ডলারের বেশি।

গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল সাওয়াবতা বলেন, এই হিসাব চূড়ান্ত নয়। চলমান যুদ্ধের কারণে এখনো অনেক ক্ষতির হিসাব ধরা হয়নি।

প্রধান প্রধান ক্ষয়ক্ষতি

  • আবাসিক ভবন: এক লাখ ৬১ হাজারের বেশি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং এক লাখ ৯৪ হাজার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছে।
  • শিক্ষা খাত: ১৩৭টি স্কুল ও বিশ্ববিদ্যালয় ধ্বংস, ৩৫৭টি আংশিক ক্ষতিগ্রস্ত।
  • স্বাস্থ্য খাত: ৩৮টি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। এতে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে।
  • ধর্মীয় প্রতিষ্ঠান: ৮৩২টি মসজিদ ধ্বংস হয়েছে।
  • অনান্য অবকাঠামো: প্রায় ২৮ লাখ মিটার সড়ক ধ্বংস হয়েছে। বিদ্যুৎ, পানি ও ইন্টারনেটও প্রায় পুরোপুরি অচল হয়ে পড়েছে।
  • ২ লাখ ৮৮ হাজার পরিবার ঘর হারিয়েছে।
  • ৭২৫টি পানির কূপ ধ্বংস হয়েছে।
  • ৫ হাজার ৮০ কিলোমিটার বিদ্যুৎ লাইন এবং ৭ লাখ মিটার পানির পাইপলাইন পুরোপুরি ধ্বংস হয়েছে।
  • কৃষি খাতে ক্ষতির পরিমাণ প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। ৯৪ শতাংশ জমি ধ্বংস হয়ে গেছে।
  • মাছ ধরার খাত সম্পূর্ণ ধ্বংস। নৌকা ও জেলেদের ওপর সরাসরি হামলা হয়েছে।

মানবিক পরিস্থিতি

গাজায় ভয়াবহ খাদ্যসংকট তৈরি হয়েছে। অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮২ জনে। এর মধ্যে ১৩৫ শিশু।

গাজার বর্তমান পরিস্থিতি পুরোপুরি বিপর্যস্ত। মানবিক সংকট আর ব্যাপক ধ্বংসযজ্ঞ আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ দাবি করছে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন