আফগানিস্তানের শহীদ ও গাজি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে তারা প্রায় ১০৩ মিলিয়ন ডলার সহায়তা বিতরণ করেছে। এতিম, বিধবা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা এই সহায়তার আওতায় এসেছেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সামাজিক সুরক্ষা নেটওয়ার্ককে আরও শক্তিশালী করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
সূত্র: আফগান বিল-আরাবিয়্যি











