আফগানিস্তানের কুনার ও নানগরহার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে নিহত–আহতের সংখ্যা সাড়ে তিন হাজারের ছাড়িয়েছে। ইসলামি আমিরাতের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুনারে।
রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে জবিহুল্লাহ মুজাহিদ বলেন, কুনারে ৮০০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও আড়াই হাজার মানুষ। নানগরহারে প্রাণ হারিয়েছেন ১২ জন, আহত হয়েছেন ২৫৫ জন।
পূর্বাঞ্চলের লাঘমানে ৫৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নুরিস্তানে আহত হয়েছেন চারজন।
মুজাহিদ জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জরুরি ত্রাণ ও সেবার জন্য বরাদ্দ রাখা হয়েছে এক মিলিয়ন আফগানি।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা, বিদেশি ও দেশি উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে সবাইকে।
সূত্র: হুররিইয়াত











