বৌদ্ধ মিলিশিয়া সন্ত্রাসী আর্মি মংডুর উত্তরাঞ্চলে রোহিঙ্গা ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১ কোটি কিয়াত চাঁদা আদায় করেছে। সংগৃহীত এ অর্থ তাদের প্রশাসনিক কর্মকাণ্ড সচল রাখতে ব্যবহার করা হবে।
গত শনিবার সকালে কিয়াউক হ্লাউ কা, মিংগালা জি ও পাউং জার গ্রামের ১২ জন ব্যবসায়ীকে ডেকে পাঠানো হয় অরাকান আর্মির প্রধান কার্যালয়ে, যেটি অবস্থিত কিয়াকানবিন গ্রামে। তাদের জানানো হয়, প্রশাসন পরিচালনায় আর্থিক সহায়তা দেওয়া বাধ্যতামূলক।
একজন স্থানীয় বাসিন্দা জানান, চাঁদা জোর করে আদায় করা হয়নি, বরং সমঝোতার ভিত্তিতে নেওয়া হয়েছে। তবে বাস্তবে উদ্দেশ্য একটাই—অরাকান আর্মির প্রশাসন চালু রাখা। সব মিলিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে আদায়কৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি কিয়াত।
সূত্র: এএনএ











