গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের আরোপিত খাদ্য অবরোধে নিহতের সংখ্যা আজ শনিবার বেড়ে ২৫১ জনে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে ১০৮ জন শিশু।
মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ এক বিবৃতিতে জানান, গত ২৪ ঘণ্টায় অপুষ্টির কারণে গাজার বিভিন্ন হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বারশ জোর দিয়ে বলেন, গাজা উপত্যকায় ৪০ হাজার নবজাতক তীব্র অপুষ্টিতে ভুগছে। এদিকে দখলদার বাহিনী এখনো প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে।
আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বারশ জোর দিয়ে বলেন, গাজা উপত্যকায় প্রায় ৪০ হাজার নবজাতক মারাত্মক অপুষ্টিতে ভুগছে। তিনি বলেন, দখলদার বাহিনী পর্যাপ্ত ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না গাজয়। যে অল্প কয়েকটি ট্রাক প্রবেশের অনুমতি পায়, সেগুলোও ইসরায়েলি সেনাদের সৃষ্টি করা নিরাপত্তাহীনতার কারণে লুটপাট ও চুরির শিকার হচ্ছে।
সূত্র : আল জাজিরা









