আরাকানের মংডু শহরে রোহিঙ্গাদের ঘরবাড়ি লুট করে প্রকাশ্যে বাজারে বিক্রি করছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। স্থানীয় সূত্র মতে, রাখাইন সম্প্রদায়ের কয়েকজনকে সঙ্গে নিয়ে রাতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের খালি ঘরে হানা দিচ্ছে আরাকান আর্মি। গাড়ি, মোটরসাইকেল, আসবাবপত্র, গৃহসামগ্রী, কাঁচামাল ও পোশাক পর্যন্ত লুট করে নিজেদের কার্যালয়ে মজুত রাখছে, পরে বাজারে বিক্রি করছে।
রোহিঙ্গা ব্যবসায়ীদের বাড়ি জোর করে বন্ধ করে দিয়ে তাদের সম্পত্তি দখল করার অভিযোগও উঠেছে। লুটপাটে স্থানীয় কয়েকজন প্রভাবশালীও যুক্ত, যাদের মধ্যে ‘আলমগীর’ নামে একজনের নাম পাওয়া গেছে। এসব ঘটনা ঘটছে মংডুর কানিইন তান, মাউং নি, ফিরজি ও আশপাশের এলাকায়।
বাসিন্দারা জানান, অনেক সময় মালিকদের সামনেই চুরি হওয়া জিনিস বিক্রি করা হয়, কিন্তু প্রতিশোধের ভয়ে তারা কিছু বলতে পারেন না। তাদের মতে, বিতাড়িত হওয়ার পরও রোহিঙ্গারা একইভাবে নিপীড়নের শিকার হচ্ছেন।
সূত্র: এএনএ











