মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

ভারতে পাচার হয়ে তিন মাসে ২০০ জনের নির্যাতনের শিকার বাংলাদেশি কিশোরী, গ্রেপ্তার ৯

910f32b0-63b8-11f0-8dbd-f3d32ebd3327.jpg

ভারতের মহারাষ্ট্রে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীকে তিন মাস ধরে যৌন নির্যাতনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৬ জুলাই মহারাষ্ট্রের নায়গাঁও এলাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় আরও চারজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি-র খবরে বলা হয়েছে, মেয়েটিকে প্রথমে বাংলাদেশের এক পরিচিত নারী ফুঁসলিয়ে গুজরাটের নাদিয়াদে নিয়ে যায়। পরে কলকাতা হয়ে অবৈধভাবে মহারাষ্ট্রে পাচার করা হয়। পাচারকারীরা তার জন্য ভুয়া আধার কার্ডও তৈরি করে।

পুলিশ জানিয়েছে, মেয়েটিকে যৌনপল্লিতে পাঠানোর আগে হরমোনাল ইনজেকশন দেওয়া হয়, যাতে বয়সের চেয়ে বড় দেখায়। ভয় দেখানোর জন্য তাকে গরম চামচ দিয়ে দাগানোও হয়। তিন মাসে প্রায় ২০০ জন তার ওপর নির্যাতন চালায় বলে প্রাথমিক জবানবন্দিতে জানিয়েছে কিশোরী।

পাচারের সঙ্গে জড়িত মূল হোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, শিশু সুরক্ষা আইন (POCSO Act) এবং মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া ভুক্তভোগীদের স্থানীয় এনজিওর তত্ত্বাবধানে রাখা হয়েছে।

পুলিশ ও এনজিও বলছে, পাচারচক্রটি বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায় সক্রিয়। এ ঘটনায় তদন্ত চলছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন