মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশে পুলিশের সামনেই মুসলিম ট্রাকচালককে পিটিয়ে হত্যা

ভারতের উত্তর প্রদেশে পুলিশের সামনেই মুসলিম ট্রাকচালককে পিটিয়ে হত্যা
ভারতের উত্তর প্রদেশে পুলিশের সামনেই মুসলিম ট্রাকচালককে পিটিয়ে হত্যা

উত্তর প্রদেশের শাহজাহানপুরে গরু বহনের সন্দেহে এক মুসলিম ট্রাকচালককে পিটিয়ে হত্যা করেছে কাঞ্চনযাত্রায় অংশ নেওয়া কাওয়াড়িয়ারা। অভিযোগ উঠেছে, পুলিশের উপস্থিতিতেই এ হামলা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার বাদাউন রোডের পাতন দেবকালী এলাকায় কাঞ্চন শোভাযাত্রা চলাকালে কয়েকজন কাওয়াড়িয়া একটি ট্রাক থামায়। ট্রাক থেকে দুর্গন্ধ আসছে বলে সন্দেহ হয় তাঁদের। পরে তল্লাশিতে কিছু পশুর চামড়া পাওয়া গেলে চালককে বেধড়ক মারধর শুরু করে তারা। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা হস্তক্ষেপ না করে কেবল দাঁড়িয়ে দেখে। হামলার পর ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা কাছেই দাঁড়িয়ে আছেন, অথচ চালকের ওপর চলতে থাকা নৃশংস হামলা ঠেকাতে কিছুই করছেন না।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মানবাধিকারকর্মীরা পুলিশের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, গরু বহনের সন্দেহে মুসলিমদের ওপর হামলা এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুধু কাঞ্চনযাত্রা চলাকালে নয়, ধর্ম বা চেহারা দেখে মুসলিমদের ওপর হামলার ঘটনাও বাড়ছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সময়মতো পুলিশ এগিয়ে এলে চালকের প্রাণ বাঁচানো যেত। তাঁদের মতে, পুলিশের এই উদাসীনতা হামলাকারীদের আইনভঙ্গের সাহস জোগাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে কাঞ্চনযাত্রার সময় মুসলিমদের ওপর হামলা, গণপিটুনি ও ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকির বহু ঘটনা ঘটলেও অভিযুক্তদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে পুলিশ।

Follow Us