ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত মঙ্গলবার আলিগড়ে অনুষ্ঠিত এক জনসভায় বিদেশি পণ্য কেনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, বিদেশি পণ্য কেনা মানেই পরোক্ষভাবে সন্ত্রাসবাদ, ধর্মান্তরণ, ‘লাভ জিহাদ’ ও নকশালবাদের অর্থ জোগান দেওয়া।
রাজ্যের ‘অন ডিস্ট্রিক্ট অন প্রোডাক্ট’ (ODOP) কর্মসূচির এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে যোগী বলেন, উৎসবের সময় দেশবাসীর উচিত দেশি পণ্য কেনা। বিদেশি পণ্য কিনলে সেই টাকা বিদেশে যায়, আর সেই টাকাই পরে ব্যবহৃত হয় সন্ত্রাসবাদ, লাভ জিহাদ ও ধর্মান্তরণে, যা দেশের ঐক্য ও সম্প্রীতিকে ধ্বংস করে।
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘Vocal for Local’ প্রচারণার প্রতি সমর্থন জানিয়ে জনগণকে দেশীয় পণ্যের প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। উদাহরণ হিসেবে তিনি আলিগড়ের ঐতিহ্যবাহী তালা শিল্পের কথা তুলে ধরেন, যা স্থানীয় উৎপাদনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন।
যোগী আরও বলেন, ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশের বাজারগুলো চীনা পণ্যে ভরে থাকত, কিন্তু ২০১৮ সালে ODOP কর্মসূচি চালুর পর থেকে রাজ্যের স্থানীয় শিল্প ও উৎপাদকরা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন।
বিদেশি পণ্য কিনলে সন্ত্রাসবাদের অর্থায়ন হয় এবং ‘লাভ জিহাদ’-এর প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক, অধিকারকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের বহু ব্যবহারকারী এই বক্তব্যকে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অপচেষ্টা হিসেবে দেখছেন। তারা বলছেন, এ ধরনের মন্তব্য সাধারণ মানুষকে চরমপন্থায় উসকে দেওয়ার শামিল।
সূত্র: এমএম