মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

নেতানিয়াহুর সাথে পুতিনের ফোনালাপ, সিরিয়া নিয়ে যে আলোচনা হলো

নেতানিয়াহুর সাথে পুতিনের ফোনালাপ, সিরিয়া নিয়ে যে আলোচনা হলো । ছবি : আরটি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, এক বিবৃতিতে ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘২৮ জুলাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।’

বিবৃতিতে আরও জানানো হয়, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে নানা দিক থেকে আলোচনা হয়েছে। রাশিয়া স্পষ্ট করে জানিয়েছে, তারা এই অঞ্চলের চলমান সংকট ও সংঘাতগুলোর শান্তিপূর্ণ সমাধানেই বিশ্বাসী।

বিবৃতিতে আরও বলা হয়, ভ্লাদিমির পুতিন বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন সিরিয়ার একতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রয়োজনীয়তার ওপর। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সব জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের বৈধ অধিকার ও স্বার্থকে সম্মান জানানো জরুরি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে রুশ পক্ষ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার জন্য সব ধরনের প্রচেষ্টা চালাতে প্রস্তুত বলে জানিয়েছে। দুই নেতা আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক ইস্যুতে চলমান সংলাপ অব্যাহত রাখার ব্যাপারেও একমত হয়েছেন।’

বিবৃতির শেষ অংশে বলা হয়, ‘দুই নেতা আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছেন।’

সূত্র : আরটি অ্যারাবিক

সর্বশেষ