মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

সন্ত্রাসী আরাকান আর্মির হাতে ৬০ রোহিঙ্গা কৃষক আটক

স্থানীয় বাসিন্দারা নিজেদের জমিতে কাজ করার বিনিময়ে প্রতি মাসে কর দিয়ে আসছেন।
পশ্চিম মিয়ানমারের আরাকানে ধান কাটার কাজে নিয়োজিত রোহিঙ্গা কৃষকরা
পশ্চিম মিয়ানমারের আরাকানে ধান কাটার কাজে নিয়োজিত রোহিঙ্গা কৃষকরা। ছবি : দ্য ইরাবদি

সন্ত্রাসী আরাকান আর্মি গত শুক্রবার পশ্চিম মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডাং শহরের ‘সিন নিয়েন প্যা’ ও ‘থা ফিত টাউন’ গ্রামে নিজেদের ফসলি জমিতে কাজ করার সময় ৬০ জন রোহিঙ্গা কৃষককে আটক করেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় ৫০ জন সন্ত্রাসী আরাকান আর্মির সদস্য মাঠে অভিযান চালিয়ে জমির মালিক ও শ্রমিকসহ প্রায় ৬০ জনকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

তারা আরও জানান, টানা ভারি বৃষ্টি ও বন্যায় ধানের জমিতে ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে এবং ফসল বাঁচাতে রোহিঙ্গা কৃষকরা শ্রমিকদের সঙ্গে নিয়ে মাঠে কাজ করছিলেন। ঠিক তখনই সন্ত্রাসী আরাকান আর্মি সেখানে হানা দেয় এবং তাদের ধরে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসী আরাকান আর্মি আটক করার আগে কোনো ধরনের সতর্কবার্তা দেয়নি যে, তারা কৃষিজমিতে যেতে পারবে না। অথচ স্থানীয় বাসিন্দারা নিজেদের জমিতে কাজ করার বিনিময়ে প্রতি মাসে কর দিয়ে আসছেন।

তারা জানান, আটক ব্যক্তিদের মধ্যে একই পরিবারের ৪ জন সদস্যও রয়েছেন। সন্ত্রাসী আরাকান আর্মি প্রথমে তাদের ‘কিয়াউক সার টেইং’ গ্রামে এক রাত ধরে আটকে রাখে। পরে তাদেরকে অজ্ঞাত স্থানে স্থানান্তর করা হয়, ধারণা করা হচ্ছে—স্থানটি বুথিডাং শহরের ভেতরে।

তারা আরও জানান, তাদের সরানোর সময় গ্রামের রাতের পাহারাদারদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। তাদের কোথায় রাখ হয়েছে, স্বাস্থ্যের অবস্থা ও জীবনযাত্রা সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, সন্ত্রাসী আরাকান আর্মি গত এক বছর ধরে আরাকান রাজ্যের প্রায় ৯০ শতাংশ এলাকা দখল করে রেখেছে, যার মধ্যে বুথিডাং শহরও আছে। তারা মিয়ানমার জান্তার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে অঞ্চলটি নিয়ন্ত্রণ এবং স্বায়ত্বশাসন প্রতিষ্ঠার জন্য।

সূত্র : এএনএ

সর্বশেষ