আফগানিস্তানের কান্দাহার প্রদেশে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে তালেবান সরকারের পুলিশ বাহিনী।
এক বিবৃতিতে কান্দাহার পুলিশ কমান্ডের মুখপাত্র জানান, ইসলামি ইমারত আফগানিস্তান মাদক নির্মূল বিভাগের তত্ত্বাবধানে ১৩০ কেজি আফিম, ৪৮০ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৬৬০টি ‘কে’ ট্যাবলেট ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, এই মাদকদ্রব্যগুলো গত দুই মাসে কান্দাহার শহর ও আশপাশের জেলাগুলিতে চালানো একাধিক অভিযানে জব্দ করা হয়। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও সতর্ক করেছে পুলিশ, এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তারা জানিয়েছে।
সূত্র: কাবুল ফ্রন্টলাইন