মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

১০০ এর বেশি দেশে আফগান পণ্য, বছরে বাণিজ্য ১৩ বিলিয়ন ডলার

বিগত অর্থবছরে আফগানিস্তানের মোট বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার।
আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজি
আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজি । ছবি : তোলো

আফগানিস্তানের বৈদেশিক বাণিজ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজি জানিয়েছেন, আফগান পণ্য এখন রপ্তানি হচ্ছে বিশ্বের ১০০টিরও বেশি দেশে। বিগত অর্থবছরে আফগানিস্তানের মোট বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী বলেন, আফগানিস্তান বর্তমানে পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশজুড়ে চালু রয়েছে ৬ হাজার ৫০০টিরও বেশি উৎপাদনমুখী কারখানা, যেগুলো ৫৭২ প্রকার পণ্য তৈরি করছে।

তিনি জানান, গত বছরে আঞ্চলিক ট্রানজিটের আওতায় আফগানিস্তান হয়ে পার হয়েছে ৮০ লাখ টনেরও বেশি পণ্য।

বিনিয়োগেও এসেছে গতি। আজিজি বলেন, শিল্প খাতে সরকারি সহায়তার ফলে মাত্র এক বছরে ২ হাজারের বেশি বিনিয়োগকারী আফগানিস্তানে এসেছেন।

সরকার এরই মধ্যে বিনিয়োগকারী ও শিল্প উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রদেশে ৮০ হাজার জারিব (৪০ হাজার একর) জমি বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি।

সূত্র: এইচ রেডিও

সর্বশেষ