তুরস্কের ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলে আরও এক বনকর্মীর মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর শুক্রবার তাঁর মৃত্যু হয়। দেশটির কৃষি ও বন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে চলমান দাবানলে নিহতের সংখ্যা দাঁড়াল তিনজনে।
কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি এক বিবৃতিতে জানান, ইজমির শহরের কাছে ওদেমিশ এলাকায় ওই বনকর্মী গুরুতর আহত হন। এর আগে একই এলাকায় আগুনে প্রাণ হারান এক শয্যাশায়ী বৃদ্ধ ও আরেক বনকর্মী।
তুরস্কের পশ্চিম ও মধ্যাঞ্চলের ছয়টি দাবানল নিয়ন্ত্রণে আনা হলেও দক্ষিণের হাতায় প্রদেশের দোরত্যোল এলাকায় এখনো আগুন নেভানোর চেষ্টা চলছে।
ওদেমিশের মেয়র মুস্তফা তোরান জানান, আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে পুরো এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। তাঁর ভাষায়, ‘এখানে আর কিছুই অবশিষ্ট নেই।’
গত সপ্তাহে দেশজুড়ে ছড়িয়ে পড়ে ৬০০’র বেশি দাবানল। প্রবল খরা আর বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে দুর্ভোগে পড়তে হয় অগ্নিনির্বাপক বাহিনীকে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সোমবার একদিনেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ৫০ হাজারের বেশি মানুষকে।
ইউরোপীয় বনফায়ার তথ্য ব্যবস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত তুরস্কে ৯৬টি দাবানলে পুড়েছে প্রায় ৫০ হাজার হেক্টর বনভূমি।
জলবায়ু গবেষকরা বলছেন, মানুষের কর্মকাণ্ডের কারণে দাবানলের ঘটনা দিন দিন বাড়ছে। তাঁরা তুরস্কসহ সব দেশকে জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: এএফপি