মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

গাজায় ইসরায়েলি সাঁজোয়া যান ধ্বংস ও ড্রোন দখলের ভিডিও প্রকাশ করল কুদস ব্রিগেড

গাজায় ইসরায়েলি সাঁজোয়া যান ধ্বংস ও ড্রোন দখলের ভিডিও প্রকাশ করল কুদস ব্রিগেড
গাজায় ইসরায়েলি সাঁজোয়া যান ধ্বংস ও ড্রোন দখলের ভিডিও প্রকাশ করল কুদস ব্রিগেড। ছবি : আল জাজিরা

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল, বিশেষ করে খান ইউনুসের পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক হামলা ও নজরদারি ড্রোন দখলের ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা, ‘কুদস ব্রিগেড’। শনিবার প্রকাশিত এই ভিডিও ফুটেজে সাম্প্রতিক হামলার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা সুড়ঙ্গপথ ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে বিস্ফোরক স্থাপন করে। কিছুক্ষণ পর সামনে এগিয়ে আসা একটি ইসরায়েলি সাঁজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় যানটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি সংগঠনের।

এছাড়া, ভিডিওতে আরও দেখা যায়, তারা বেশ কয়েকটি ইসরায়েলি নজরদারি ড্রোন দখল করেছে, যেগুলো এখনো সচল ও ব্যবহারযোগ্য রয়েছে বলে দাবি তাদের।

এর আগে শুক্রবার, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গাজার শুজাইয়া এলাকার আল হুদা পাড়ায় ‘কুদস ব্রিগেড’-এর আরেকটি হামলার ভিডিও প্রচার করে। সেখানে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা প্রথমে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি সামরিক বহরকে লক্ষ্য করে হামলা চালায়। পরে আরপিজি ছুড়ে একটি ট্যাংকে আঘাত হানে তারা।

পরিস্থিতি জটিল হয়ে পড়লে ইসরায়েলি সেনারা আশপাশের ভবনগুলোতে আশ্রয় নেয়। এর পরপরই ভবনগুলোতে ‘১০৭’ রকেট ও ‘টিপিজি’ বিস্ফোরক ছোড়া হয়। ভিডিওতে আরও দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা প্রায় শূন্য দূরত্ব থেকে সরাসরি সংঘাতে লিপ্ত হয়।

২০২৩ সালের ২৭ অক্টোবর ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকেই গাজার বিভিন্ন ফ্রন্টে প্রতিরোধ গোষ্ঠীগুলো ধারাবাহিকভাবে এমন ভিডিও প্রকাশ করে আসছে। এসব ফুটেজে সেনা হতাহত, সামরিক যান ধ্বংস ও ড্রোন দখলের মতো ঘটনার প্রমাণ তুলে ধরা হচ্ছে।

কুদস ব্রিগেড-এর দাবি, পরিকল্পিত হামলা ও ফাঁদের মাধ্যমে তারা ইসরায়েলি বাহিনীর বড় ধরনের মানবিক ও সামরিক ক্ষতি সাধন করেছে। ধ্বংস হয়েছে বহু সাঁজোয়া যান। একই সঙ্গে মাঝারি ও দীর্ঘপাল্লার রকেট ছুড়ে ইসরায়েলের শহর ও বসতিতেও হামলা চালানো হয়েছে।

সর্বশেষ