মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আফগানিস্তান থেকে ভারতে রপ্তানি হচ্ছে ৫০ টন চেরি

আফগানিস্তান থেকে ভারতে রপ্তানি হচ্ছে ৫০ টন চেরি
আফগানিস্তান থেকে ভারতে রপ্তানি হচ্ছে ৫০ টন চেরি। ছবি : এইচ রেডিও

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশ থেকে শিগগিরই ভারতে যাচ্ছে প্রায় ৫০ টন তাজা চেরি। আবশার, বরিয়ান, শুতুল ও হেসা-ই-আওয়ালসহ জেলার দুর্গম অঞ্চলগুলো থেকে ফল সংগ্রহ করে এখন চলছে প্যাকেজিং ও পরিবহনের প্রস্তুতি।

পাঞ্জশিরের তথ্য দপ্তর জানিয়েছে, এই রপ্তানি শুধু কৃষি খাতেই নয়, সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করছে। প্রাদেশিক গভর্নর মাওলাওয়ী মোহাম্মদ আগা হাকিম বলেছেন, “বেসরকারি খাতের রপ্তানি কার্যক্রমে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে।” এ লক্ষ্যে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রদেশের মুখপাত্র সাইফউদ্দিন লতুন জানান, এটি চলতি মৌসুমের দ্বিতীয় চালান। এর আগে মধ্য এশিয়ার কয়েকটি দেশে প্রায় ১০০ টন চেরি রপ্তানি হয়েছে।

এ সফলতায় খুশি স্থানীয় কৃষকরাও। তাঁদের মতে, আন্তর্জাতিক বাজারে চেরির প্রবেশ একদিকে যেমন আয়ের নতুন দরজা খুলছে, তেমনি কৃষিতে বিনিয়োগেও উৎসাহ জোগাচ্ছে।

উল্লেখ্য, ঠান্ডা জলবায়ু ও উর্বর ভূমির কারণে পাঞ্জশির চেরি চাষের উপযুক্ত অঞ্চল হিসেবে পরিচিত, যা অঞ্চলটির অর্থনীতিকে নতুন গতি দিচ্ছে।

সূত্র: এইচ রেডিও

সর্বশেষ