মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

ইয়েমেনে ক্ষমতার ভারসাম্য ও নিকট ভবিষ্যতের সম্ভাবনা

ইয়েমেনে ক্ষমতার ভারসাম্য ও নিকট ভবিষ্যতের সম্ভাবনা। ছবি : ইন্টারনেট

ইয়েমেন সংকটের জটিলতা

বর্তমানে ইয়েমেন একটি জটিল সংঘাতের ময়দান, যেখানে স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ একে অপরের সাথে জড়িয়ে রয়েছে।ম শক্তির ভারসাম্য এবং বহুপক্ষীয় শক্তির উপস্থিতি যেকোনো ভবিষ্যৎ সমাধানকে জটিল করে তুলেছে। সমাধানের পথ নির্ভর করছে সর্বাত্মক রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সমঝোতার ওপর, যেখানে ইয়েমেনের জনগণের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পাবে।

হুতি বিদ্রোহী ও ইরান

হুতি বিদ্রোহীরা (আনসারুল্লাহ আন্দোলন) এখন শুধু ইয়েমেনের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়। ইরানের প্রধান হাতিয়ার হিসেবে তারা লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালী পর্যন্ত নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে। এখানে ইরানের ভূরাজনৈতিক প্রকল্প ও আরব এবং আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থ পরস্পরের সঙ্গে জটিলভাবে জড়িয়ে গেছে।

আমিরাতের স্বার্থের খেলা

ইয়েমেনে আব্দুর রাব্বু মানসুর হাদির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়ার পাশাপাশি আমিরাত দক্ষিণের অন্তর্বর্তী পরিষদকে (সাউথার্ন ট্রানজিশনাল কাউন্সিল) পৃষ্ঠপোষকতা করেছে। কৌশলগত দ্বীপ ও বন্দরে প্রভাব বিস্তারের চেষ্টার মাধ্যমে তারা ইয়েমেনের জাতীয় স্বার্থ ও ভূখণ্ডের ঐক্যের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে।

সৌদি আরব ও সীমান্ত নিরাপত্তা

হুতি বিদ্রোহীদের হুমকি ঠেকাতে সৌদি আরব জাতীয় নিরাপত্তা রক্ষায় তৎপর। তবে ইয়েমেনের স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং দক্ষিণ সীমান্তে অন্য কোনো শক্তির প্রভাব বিস্তার ঠেকাতে, রিয়াদকে তাদের কৌশল নতুন করে ভাবতে হচ্ছে।

দক্ষিণের অন্তর্বর্তী পরিষদ: অঘোষিত বিভাজনের বাস্তবতা

দক্ষিণের অন্তর্বর্তী পরিষদ এখন আর শুধু রাজনৈতিক সংগঠন নয়। তারা সামরিক শক্তিতে পরিণত হয়ে ময়দানে নিজেদের এজেন্ডা চাপিয়ে দিচ্ছে। এর ফলে ইয়েমেনে অঘোষিত বিচ্ছিন্নতার একটি বাস্তবতা তৈরি হয়েছে, যা দেশের ঐক্য হুমকির মুখে ফেলেছে এবং সর্বজনীন রাজনৈতিক সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ইয়েমেনে আন্তর্জাতিক সংঘাতের ছাপ

ইয়েমেনে এখন আন্তর্জাতিক শক্তির স্বার্থ প্রবলভাবে জড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র লোহিত সাগরের বাণিজ্যিক রুট রক্ষায় সচেষ্ট, আর চীন ও রাশিয়া শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে। এর ফলে ইয়েমেনের ভঙ্গুর মাটিতে বৈশ্বিক বিভাজনের স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে।

রাজনৈতিক সমাধানের শেষ আশা

সব জটিলতার মধ্যেও রাজনৈতিক সমাধানই ইয়েমেনের জন্য সবচেয়ে টেকসই পথ। তবে এর জন্য সব পক্ষকে আলোচনায় সম্পৃক্ত করতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে প্রয়োজন এমন একটি প্রক্রিয়া, যা শুধু সংকটের উপসর্গ নয়, মূল কারণগুলোকেও সমাধান করবে এবং একটি ঐক্যবদ্ধ, নিরাপদ ইয়েমেন প্রতিষ্ঠার ভিত গড়ে দেবে।

সর্বশেষ