ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ‘আনসারুল্লাহ’ দাবি করেছে, তারা মার্কিন বাহিনীর একটি ড্রোন ভূপাতিত করেছে এবং দুটি বিমানবাহী রণতরী—‘ইউএসএস ট্রুম্যান’ ও ‘ইউএসএস ভিনসন’কে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে হুথিরা জানায়, “আমাদের দেশের ওপর মার্কিন আগ্রাসনের প্রতিরোধে এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের মুক্তিযোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে, হুজ্জাহ প্রদেশের উপকূলীয় আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোনকে সফলভাবে ভূপাতিত করা হয়েছে। স্থানীয়ভাবে তৈরি একটি ‘সাম’ (Surface-to-Air Missile) ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই অভিযান চালানো হয়।”
হুথি গোষ্ঠীর দাবি‚ চলতি মাসে তারা এ ধরনের সাতটি ড্রোন ভূপাতিত করেছে। আর ‘প্রতিশ্রুত বিজয় ও পবিত্র জিহাদ’ নামের অভিযানের শুরু থেকে MQ-9 ড্রোন ভূপাতিত করার এটি ২২তম ঘটনা।
বিবৃতিতে আরও বলা হয়, হুথিদের ক্ষেপণাস্ত্র বাহিনী, ড্রোন ইউনিট ও নৌবাহিনী দুটি পৃথক সামরিক অভিযান চালায়। রেড সি ও আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ‘ট্রুম্যান’ ও ‘ভিনসন’ এবং তাদের সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোর ওপর একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
বিবৃতিতে হুথিদের পক্ষ থেকে জানানো হয়, “আমরা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছি। বর্তমানে আমাদের সামরিক অবস্থান আগের তুলনায় আরও শক্তিশালী। শত্রুর চলাচলে আমরা উল্লেখযোগ্য প্রভাব ফেলেছি এবং তাদের বহু হামলা ব্যর্থ করেছি। সামনের দিনগুলোতেও আমরা দায়িত্বশীল ও যথাযথভাবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।”
সূত্র: আরটি