মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

রমজানে আফগানিস্তানে উদ্ধার ৪০ হাজার একরের বেশি সরকারি জমি

1000056857

রমজান মাসজুড়ে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে পরিচালিত অভিযানে ৪০ হাজার একরেরও বেশি সরকারি জমি দখলদারদের হাত থেকে পুনরুদ্ধার করা হয়েছে। দেশটির বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভূমি দখল প্রতিরোধ কমিশনের তত্ত্বাবধানে হেলমান্দ, লোগার, বামিয়ান, জওজান, পারওয়ান, দাইকুন্ডি ও কান্দাহার প্রদেশে অভিযান চালানো হয়। এতে মোট ৮০ হাজার ২৬৩ জেরিব জমি উদ্ধার করা হয়েছে, যা বাংলাদেশি পরিমাপে প্রায় ৪০ হাজার একর। এর মধ্যে সবচেয়ে বেশি জমি উদ্ধার হয়েছে হেলমান্দ প্রদেশে—প্রায় ২৫ হাজার একর।

বিচার মন্ত্রণালয় আরও জানায়, একই সময়ে দেশটির ২১টি প্রদেশে অতিরিক্ত ৩ লাখ ৩৪ হাজার একরের মতো সরকারি জমি চিহ্নিত করা হয়েছে, যেগুলো ব্যক্তি মালিকানার দাবিতে দখলের ঝুঁকিতে রয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ইসলামি ইমারত আফগানিস্তান ক্ষমতা গ্রহণের পর থেকেই সরকারি জমি উদ্ধারে ধারাবাহিক অভিযান চলছে। ফলে প্রতি মাসেই বিভিন্ন প্রদেশে উল্লেখযোগ্য পরিমাণ জমি পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে।

সূত্র: এইচ রেডিও

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন