মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র একশ বছরেও বাগরাম ঘাঁটি নিতে পারবে না: জাবিহুল্লাহ মুজাহিদ

20250407_222638

ইসলামি ইমারত আফগানিস্তানের (আইইএ) মুখপাত্র মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, যুক্তরাষ্ট্র আর কখনও বাগরাম সামরিক ঘাঁটি পুনরুদ্ধার করতে পারবে না। তাঁর ভাষায়, ‘বাগরাম এখন আমাদের বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি সামরিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র একশ বছর পরেও এটা দখল করতে পারবে না।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি সরাসরি ‘স্পেস’ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আলোচনায় যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র নিয়ে প্রশ্ন উঠলে মুজাহিদ জানান, সেসব অস্ত্র অন্য কারও হাতে তুলে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘আমেরিকা যে অস্ত্র রেখে গেছে, সেগুলো আমরা কাউকে দেব না। এগুলো আমাদের যুদ্ধলব্ধ সম্পদ। কেউ হস্তক্ষেপ করতে এলে, আমরা এই অস্ত্র দিয়েই জবাব দেব।’

২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বাহিনী আফগানিস্তান ত্যাগের সময় বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম রেখে যায়। এসব সরঞ্জামের ব্যবস্থাপনা ও ব্যবহার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চললেও আইইএ বারবার জানিয়েছে, তারা এসব সরঞ্জাম দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কাজে লাগাচ্ছে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন