মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আফগানিস্তানে নতুন ইসলামি আইন কাঠামো গঠনের ঘোষণা হেবাতুল্লাহ আখুন্দজাদাহর

mullah-haibatullah-akhundzada

ঈদুল ফিতরের ভাষণে ইসলামী ইমারতের সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখুন্দজাদাহ আফগানিস্তানে নতুন একটি ইসলামি আইন কাঠামো তৈরির ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই আইন সম্পূর্ণভাবে ইসলামি শরিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং দেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ করবে।

আইনশৃঙ্খলা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, আফগানিস্তানে পশ্চিমা প্রভাবিত আইন নেই ঠিকই, তবে দেশ আইনশূন্য নয়। বরং নতুন এই আইনি কাঠামো সম্পূর্ণ দেশীয় নীতির ভিত্তিতে গঠিত হবে, যেখানে বিদেশি কোনো প্রভাব থাকবে না। তিনি আরও জানান, এই প্রক্রিয়ায় তিনি নিজেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং বিশ্বাস করেন, নতুন এই ব্যবস্থা কার্যকর হলে দেশ আরও শৃঙ্খলাবদ্ধ ও উন্নত হবে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন