মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

ইস্তাম্বুলে ইরাকি কনস্যুলেটে হামলার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে তুরস্ক

859493Image1-057cec8d893c223aa786ca1c660825ad-1742811065283

ইস্তাম্বুলে অবস্থিত ইরাকি কনস্যুলেটে সশস্ত্র হামলার ঘটনায় শুক্রবার রাতে ১২ জনকে আটক করেছে তুরস্কের প্রশাসন।

ইস্তাম্বুলের শিসলি এলাকায় সংঘটিত এ ঘটনায় মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারী কনস্যুলেট লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে তাদের মধ্যে দুজনকে আটক করে, যাদের একজন অপ্রাপ্তবয়স্ক।

তদন্তের অংশ হিসেবে ইজমির প্রদেশ থেকেও আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের নিচে। তারা ইস্তাম্বুলের সিলিভ্রি অঞ্চলের একটি ভিলায় আত্মগোপনে ছিল, যা আগেও অপরাধী চক্রের আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল।

এছাড়া, হামলাকারীদের সহায়তা ও আশ্রয় দেওয়ার অভিযোগে আরও ছয়জনকে আটক করা হয়েছে।

শিসলি এলাকায় পরিচালিত এক অভিযানে হামলার মূল পরিকল্পনাকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, চুরি হওয়া একটি মোটরসাইকেল এবং হামলাকারীদের ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

সর্বমোট ১২ জন সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত এখনও চলমান রয়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন