মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

লোহিত সাগরে দ্বিতীয়বারের মতো ওয়াশিংটনের রণতরী, হুথিদের বিরুদ্ধে হামলা জোরদার

1000406.jpeg

দখলদার ইসরায়েল কতৃক যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পর, যুক্তরাষ্ট্র লোহিত সাগরে হুথিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে একটি নতুন বিমানবাহী রণতরী পাঠিয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে হুথিদের দমন ও ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা। একইসঙ্গে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহও ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসনসহ অন্যান্য বিধ্বংসী রণতরীগুলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সরিয়ে লোহিত সাগরে পাঠাচ্ছে। জানা গেছে, এসব জাহাজ কয়েক সপ্তাহ সেখানে অবস্থান করবে।

পেন্টাগনের এক কর্মকর্তা জানান, বিমানবাহী যুদ্ধজাহাজ ‘হ্যারি এস. ট্রুম্যান’-এর দায়িত্বপালনের সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। এটি চলতি মাসের শেষদিকে ভার্জিনিয়ায় ফেরার কথা ছিল।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শন বারলিন জানিয়েছেন, হুথি বিদ্রোহীরা ২০০৩ সাল থেকে এ পর্যন্ত ১৭৪ বার মার্কিন যুদ্ধজাহাজ এবং ১৪৫ বার বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হুথিদের হামলা বন্ধ ছিল। তবে যুদ্ধবিরতি ভঙ্গ হতেই তারা আবারও হামলা শুরু করেছে। হুথিদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে— যতদিন ইসরায়েল গাজায় আগ্রাসন চালাবে, ততদিন তাদের হামলার মাত্রাও বাড়তে থাকবে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন