মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

ইসরাইল-মিশর সীমান্তে ইসরাইলি সেনাদের ওপর মিশরীয় লিঙ্কসের হামলা

IMG_20250324_001006

ইসরাইল-মিশর সীমান্তের মাউন্ট হারিফ এলাকায় ইসরাইলি সেনাদের ওপর হামলা চালিয়েছে মিশরীয় লিঙ্কস (ক্যারাকাল/বন্য বিড়াল)। ইসরাইলের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, বন্য এই প্রাণী ইসরাইলি সেনাদের আক্রমণ করেছে এবং তাদের কামড় দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ব্যঙ্গ করে মন্তব্য করেছেন দখলদার সেনারা ‘তাদের প্রাপ্য পেয়েছে’, আবার কেউ মজার ছলে লিঙ্কসকে ‘ইহুদিবিদ্বেষী’ বলেও আখ্যায়িত করেছেন।

বিভিন্ন পর্যবেক্ষকদের মতে, সীমান্তবর্তী অঞ্চলে বন্যপ্রাণীর উপস্থিতি সাধারণ ঘটনা হলেও, এই লিঙ্কসের আক্রমণ ইসরাইলি সেনাদের জন্য অপ্রত্যাশিত ছিল। কেউ কেউ রসিকতা করে বলছেন, একটি বন্য বিড়াল যা করেছে, তা সম্ভবত গাজার জন্য আরব ও মুসলিম সেনাদের সম্মিলিত প্রচেষ্টার চেয়েও বেশি।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন