সোমালিয়ার মধ্যাঞ্চলীয় হিরান প্রদেশে পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন উপজাতি নেতা ও কয়েকজন সরকারি বাহিনীর সদস্য রয়েছেন। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, মঙ্গলবার বলদুয়েইন শহরের হাওলোদাগ এলাকায় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। প্রথম বিস্ফোরণটি ঘটে আত্মঘাতী গাড়ি বোমার মাধ্যমে। ওই ভবনে কয়েকজন উপজাতি নেতা ও সামরিক কর্মকর্তা অবস্থান করছিলেন।
এরপর একটি টুকটুক বাহনে আসা সশস্ত্র আশ শাবাব সদস্যরা দ্বিতীয় বিস্ফোরণ ঘটায়। তারা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা চালানোর সময় এ বিস্ফোরণ ঘটে।
সোমালিয়ার ফেডারেল পার্লামেন্টের সদস্য জাহির আমিন জিসু জানান, গত কয়েকদিন ধরে ওই ভবনে উপজাতি নেতাদের সঙ্গে সরকারি বাহিনীর একাধিক নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। আলোচনায় আশ-শাবাবের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের পরিকল্পনা করা হয়।
তিনি বলেন, ‘আশ-শাবাব এই হামলার মাধ্যমে সরকারের নিরাপত্তা পরিকল্পনায় বিঘ্ন ঘটাতে চেয়েছে। তারা ভবনটিকে টার্গেট করেছিল, তবে অধিকাংশ উপজাতি নেতা সে সময় সেখানে ছিলেন না।’
সাম্প্রতিক সময়ে হিরান ও মধ্য শাবেলে অঞ্চলে আশ-শাবাবের বিরুদ্ধে স্থানীয় উপজাতি নেতারা প্রতিরোধ গড়ে তুলছেন। সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দাদের যৌথ অভিযানে বিদ্রোহী গোষ্ঠীটি এসব এলাকায় কিছুটা প্রভাব হারিয়েছে।
সরকারি বাহিনী স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে তাদের সামরিক সহায়তা দিচ্ছে। প্রায় দুই সপ্তাহ ধরে এই দুই অঞ্চলে সেনাবাহিনী, স্থানীয় মিলিশিয়া ও আশ-শাবাবের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।
সূত্র: আল-জাজিরা