চীনে উইঘুর মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। যারা গোপনে রোজা রাখেন, তাদের চীনা কর্মকর্তাদের নজর এড়াতে টয়লেটে বসেই সেহরি খেতে হয়।
সাবেক বন্দিশিবিরের এক detainee (বন্দি) জুমরাত দাউত জানান, রোজা রাখা নিষিদ্ধ থাকায় মুসলিমদের ওপর কঠোর নজরদারি চালানো হয়। ফলে অনেকে বাধ্য হয়ে রাতের অন্ধকারে গোপনে খাবার গ্রহণ করেন, যাতে কর্তৃপক্ষ বুঝতে না পারে।
মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। রমজান মাসে রোজা রাখা, নামাজ পড়া, এমনকি ইসলামিক পোশাক পরার ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায় এই নিপীড়নের নিন্দা জানালেও চীন সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তবে সাবেক বন্দিদের সাক্ষ্য এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে স্পষ্ট হয়েছে, উইঘুর মুসলিমদের ওপর ব্যাপক দমন-পীড়ন চলছে, যা তাদের ধর্মীয় স্বাধীনতাকে বিপন্ন করে তুলেছে।
সূত্র : ডি এম