মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

গত কয়েক সপ্তাহয় এক ডজনের বেশি শহর দখলের পর সোমালিয়ার আরও দুটি শহর নিয়ন্ত্রণে নিল বিদ্রোহী গোষ্ঠী আশ-শাবাব

সোমালিয়ার মধ্য শাবেলে অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী আশ-শাবাব। শুক্রবারের এই হামলার ফলে রাজধানী মোগাদিশুর সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়েছে।

জানা গেছে, আশ-শাবাব বোস হারেরি ও আল কাউসার শহর দখল করেছে, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আদান ইয়াবাল শহরের কাছাকাছি। শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগে বিদ্রোহীদের সাথে তীব্র সংঘর্ষে বেশ কয়েকজন সেনা সদস্য ও কমান্ডার নিহত হয়েছেন।

আশ শাবাবের প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, তারা বেশ কয়েকটি সামরিক যান দখল করেছে। এর মধ্যে একটি জু-২৩ অ্যান্টি-এয়ারক্রাফট গান সংযুক্ত সামরিক গাড়িও রয়েছে।

গত কয়েক সপ্তায় আশ-শাবাব প্রায় সোমালিয়ার প্রায় এক ডজন শহর দখল করেছে। এর কয়েক দিন আগেই তারা ওয়ার আইসে শহর নিয়ন্ত্রণে নেয়, যা হিরশাবেলে রাজ্যের রাজধানী জোহারের মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

সর্বশেষ