মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

নবমবারের মতো একেপির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এরদোগান

নবমবারের মতো একেপির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এরদোগান
নবমবারের মতো একেপির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এরদোগান। ছবি : টিআরটি অ্যারাবিক

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) রজব তাইয়্যেব এরদোগানকে নবমবারের মতো দলের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত করেছে। রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত একেপির অষ্টম সাধারণ সম্মেলনে গতকাল রবিবার এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

সম্মেলন অফিসের প্রধান আবদুল্লাহ গুলার জানান, মোট ১,৬০৭ জন প্রতিনিধির মধ্যে ১,৫৪৭ জন ভোট দেন এবং এরদোগান সর্বসম্মতভাবে জয়ী হন। একই সম্মেলনে দলের কেন্দ্রীয় ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণ কমিটির নতুন সদস্যদেরও নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত প্রেসিডেন্ট এরদোগান এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে একেপির প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, সাধারণ সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা হয়েছে এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের সফলতা কামনা করেন। একই সঙ্গে, তুরস্কের জনগণের সেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

সম্মেলনে দেওয়া ভাষণে এরদোগান বলেন, ২০০২ সালে ক্ষমতায় আসার পর থেকে একেপি সরকার তুরস্ককে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির তালিকায় নিয়ে গেছে। তিনি জানান, বিশেষ করে প্রতিরক্ষা, মোটরগাড়ি, কৃষি ও পর্যটন খাতে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

এরদোগান আরও বলেন, তুরস্ক বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ড্রোন উৎপাদক এবং প্রতিরক্ষা খাতের রপ্তানিতে একাদশ স্থানে রয়েছে।

সর্বশেষ