মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

সিরিয়ার মানবিজে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১

সিরিয়ার মানবিজে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১
সিরিয়ার মানবিজে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১। ছবি : মায়াদিন

সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলের মানবিজ শহরে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জনই নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন নারী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ সোমবার সকালে শহরের একটি কৃষি এলাকায় এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় চিকিৎসা সূত্র জানিয়েছে, নিহত ও আহতদের অধিকাংশই কৃষিকাজে নিয়োজিত ছিলেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ ও এর পেছনে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

সর্বশেষ