মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

সৌদি সফরে যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আশ-শারা

সৌদি সফরে যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আশ-শারা
সৌদি সফরে যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আশ-শারা। ছবি : আশ শারকুল আওসাত

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আশ-শারা আজ (রোববার) তাঁর প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন। সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এটিই শারার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, বিশেষ বিমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আশ-শারা এবং পররাষ্ট্রমন্ত্রী আসাদ আশ-শাইবানি পাশাপাশি বসে আছেন। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রেসিডেন্ট আহমদ আশ-শারা এবং পররাষ্ট্রমন্ত্রী আসাদ আশ-শাইবানি আজ সৌদি আরবে তাঁদের প্রথম সরকারি সফরে যাচ্ছেন।’

গত বুধবার সিরিয়ার নতুন প্রশাসন আহমদ আশ-শারাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। নতুন প্রশাসন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে রয়েছে আগের শাসনামলের সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা এবং সব সশস্ত্র গোষ্ঠী বিলুপ্ত করা, বিদ্যমান সংবিধান বাতিল এবং সংসদ ও দীর্ঘদিন শাসনকারী বাথ পার্টি ভেঙে দেওয়া।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সামরিক প্রশাসনের মুখপাত্র কর্নেল হাসান আব্দুল গনি এক বিবৃতিতে বলেন, ‘আমরা ঘোষণা করছি আহমদ আশ-শারা অন্তর্বর্তীকালীন পর্যায়ে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি আন্তর্জাতিক পরিসরে দেশের প্রতিনিধিত্ব করবেন।’ একইসঙ্গে তাঁকে ‘একটি অস্থায়ী আইনসভা গঠনের’ দায়িত্বও দেওয়া হয়েছে, যা স্থায়ী সংবিধান প্রণয়ন এবং তা কার্যকর না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে।

নিয়োগের পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি দেশটির প্রধানমন্ত্রীও, আহমদ আশ-শারাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান।

এর আগে, জানুয়ারির শুরুতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আশ-শাইবানি সৌদি আরবে আনুষ্ঠানিক সফর করেন। একই মাসের শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দামেস্ক সফর করে সিরিয়ার নতুন প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন এবং দেশটির ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ