মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

মসজিদুল আকসাকে ঘিরে অপরাধ চললে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি হামাসের

মসজিদুল আকসাকে ঘিরে অপরাধ চললে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি হামাসের
মসজিদুল আকসাকে ঘিরে অপরাধ চললে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি হামাসের। ছবি : আনাদোলু

ইসরা ও মিরাজ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলকে সতর্ক করে জানিয়েছে, মসজিদুল আকসা এবং জেরুজালেমে অপরাধ ও ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন অব্যাহত থাকলে এর পরিণতি হবে ভয়াবহ।

সোমবার হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘তুফানুল আকসা অভিযান ফিলিস্তিনিদের ঐক্য এবং মসজিদুল আকসা ও জেরুজালেমের প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতীক।’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস গাজার সীমান্তবর্তী ২২টি বসতি এবং ১১টি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এতে বহু ইসরায়েলি নিহত ও বন্দি হয়। হামাস জানায়, এই অভিযান ইসরায়েলের প্রতিদিনের অপরাধ, বিশেষত মসজিদুল আকসার ওপর দখলদার বাহিনীর আক্রমণের জবাব।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ বছর ইসরা ও মিরাজের স্মরণ এমন এক সময়ে হচ্ছে, যখন আমাদের জনগণ ও প্রতিরোধ আন্দোলন তুফানুল আকসা অভিযানের মধ্য দিয়ে দেড় বছরেরও বেশি সময় ধরে সাহসিকতা ও দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’

হামাসের পক্ষ থেকে জানানো হয়, ‘এই সংগ্রামের মাধ্যমে আমরা ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করেছি, আমাদের বন্দি পুরুষ ও নারীদের মুক্তির পথ নিশ্চিত করেছি এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার আশা জাগিয়েছি।’

ইসরায়েলি সরকারের উদ্দেশে দেওয়া হুঁশিয়ারিতে হামাস জানায়, ‘জেরুজালেম ও মসজিদুল আকসার আরবি-ইসলামি পরিচয় মুছে ফেলার ফ্যাসিবাদী সরকারের যে অপপ্রয়াস, তা কখনো সফল হবে না। সময় ও স্থানভিত্তিক বিভাজন, খননকাজ এবং উসকানিমূলক অভিযান চালিয়ে বাস্তবতা ও ইতিহাস বদলানোর প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।’

হামাস আরও জানায়, ‘মসজিদুল আকসার পবিত্রতা এবং জেরুজালেম ও এর অধিবাসীদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধ বাড়লে এর ফলাফল হবে ভয়াবহ।’

বিবৃতির শেষাংশে বলা হয়, ‘তুফানুল আকসার চেতনা জেরুজালেম ও মসজিদুল আকসাকে রক্ষায় অটুট থাকবে এবং প্রয়োজন হলে যেকোনো ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত থাকবে।’

উল্লেখ্য, ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল এবং ১৯৮১ সালে ইসরায়েলের সঙ্গে একীভূত করা অবৈধ।

অন্যদিকে, ইসরায়েল পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণ এবং এর আরবি-ইসলামি পরিচয় মুছে ফেলার প্রচেষ্টা জোরদার করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন এবং গণহত্যা চালিয়ে যাচ্ছে।

Follow Us