মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

সিনওয়ার হত্যায় জড়িত ইসরায়েলি সেনার পরিচয় ফাঁস করল ফিলিস্তিনি তরুণেরা

ইয়াহইয়া সিনওয়ারের সাথে, গাজার পথ ধরে
ইয়াহইয়া সিনওয়ার। ছবি : আল জাজিরা

ফিলিস্তিনের একদল তরুণ ইয়াহিয়া সিনওয়ার হত্যায় জড়িত এক ইসরায়েলি সেনার পরিচয় ফাঁস করেছে। ‘আবু ইব্রাহিমের সন্তানরা’ নামে পরিচিত এই দলটি ইসরায়েলি সেনা ইতসাখ কোহেনের তথ্য, তার পরিবারের ছবি এবং চলাচলের নানান বিবরণসহ একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে সেনা সদস্যটির উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলা হয়, প্রতিশোধ নেওয়া হবে এবং তা সময়ের অপেক্ষা মাত্র। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, ‘তরুণদের এই উদ্যোগ দুর্দান্ত। এতে শুধু ওই সেনা নয়, তার পুরো পরিবারসহ গাজায় কর্মরত অন্যান্য সেনাদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়েছে।’

এর আগে গত ১৭ অক্টোবর, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা রাফাহ শহরের তেল আল-সুলতান এলাকায় সংঘর্ষে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে। সংঘর্ষের সময় সিনওয়ার সামরিক পোশাক পরা ছিলেন এবং তার সঙ্গে ছিলেন আরেক শীর্ষস্থানীয় হামাস নেতা।

ইসরায়েল সিনওয়ারকে ২০২৩ সালের ৭ অক্টোবর পরিচালিত ‘তুফানুল আকসা’ অভিযানের মূল পরিকল্পনাকারী হিসেবে দায়ী করে।

ফিলিস্তিনি তরুণদের এই উদ্যোগ শুধু তথ্য ফাঁসের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি সিনওয়ার হত্যার বিরুদ্ধে তাদের প্রতিরোধের বার্তাও বহন করে। দখলকৃত ফিলিস্তিনে প্রতিরোধ আন্দোলনের এ ধরনের নতুন কৌশল তাদের সংগঠনের শক্তি এবং দক্ষতার পরিচায়ক।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন