সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে ইতোমধ্যে সংশোধিত পাঠ্যক্রম প্রকাশ করা হয়েছে।
উল্লেখযোগ্য পরিবর্তনসমূহ
• পাঠ্যপুস্তকে বাশার আল-আসাদ সম্পর্কিত সব ধরনের প্রশংসা ও ইতিবাচক মন্তব্য সরিয়ে ফেলা হবে।
• বিজ্ঞান পাঠ্যক্রম থেকে বিবর্তন তত্ত্ব বাদ দেওয়া হবে।
• ‘জাতিকে রক্ষা’ শব্দগুচ্ছের পরিবর্তে ‘আল্লাহর দ্বীন রক্ষা’ ব্যবহার করা হবে।
• শহিদের সংজ্ঞায় পরিবর্তন এনে ‘মাতৃভূমি রক্ষায় নিহত ব্যক্তি’র পরিবর্তে ‘আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তিকে’ শহীদ হিসেবে গণ্য করা হবে।
• রানী জেনোবিয়ার গল্পের মতো কাল্পনিক সাহিত্যকর্ম পাঠ্যপুস্তক থেকে অপসারণ করা হবে।
শিক্ষামন্ত্রী নাজির কাদরি এক বক্তব্যে বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি সকল সিরিয়ান স্কুলের পাঠ্যক্রম বিশেষায়িত কমিটি গঠন করে পর্যালোচনা করা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তবে আমরা এমন সব বিষয়বস্তু সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি যা ভঙ্গুর আসাদ শাসনকে প্রতিফলিত করে। এছাড়া, পাঠ্যপুস্তকে আসাদ শাসনের পতাকার পরিবর্তে সিরিয়ার বিপ্লবের পতাকা সংযোজন করা হয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘ইসলামি শিক্ষার পাঠ্যক্রমে আসাদ সরকারের প্রবর্তিত ভুল তথ্য, যেমন কুরআনের আয়াতের ভুল ব্যাখ্যা, সংশোধনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য মূলধারার তাফসির কিতাব থেকে সঠিক ব্যাখ্যা গ্রহণ করা হয়েছে।’
শিক্ষামন্ত্রণালয় জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে সঠিক ঐতিহাসিক ও ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়া এবং আসাদ শাসনের প্রভাবমুক্ত একটি শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা।
তথ্যসূত্র:
১. 5Pillars
২. Levant 24
৩. সিরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজ