মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আরব বিশ্বে আরব আমিরাত-সমর্থিত মিলিশিয়া ও সশস্ত্র গোষ্ঠী কয়টি

মুহাম্মদ বিন যায়েদ এবং হামিদতি । ছবি : সংগৃহীত
মুহাম্মদ বিন যায়েদ এবং হামিদতি । ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার একাধিক সংঘাতপূর্ণ অঞ্চলে চলমান অস্থিরতার পেছনে আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ও কূটনৈতিক সূত্রের বরাতে বিশ্লেষকেরা বলছেন, আরব আমিরাত (ইউএই) কয়েকটি দেশে এমন সব সশস্ত্র গোষ্ঠী ও মিলিশিয়াকে সমর্থন দিয়েছে, যাদের কর্মকাণ্ড স্থানীয় রাজনীতি, নিরাপত্তা ও মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ইয়েমেন

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ইউএই-সমর্থিত বলে পরিচিত দক্ষিণাঞ্চলীয় ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)–এর সশস্ত্র শাখা। সংগঠনটির নেতৃত্বে রয়েছে আইদারুস আল জুবাইদি। অভিযোগ রয়েছে, তারা দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও বন্দরনগরীর নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা ভেঙে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। ইয়েমেনের দীর্ঘ গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এ ভূমিকা দেশটির সংকট আরও জটিল করে তুলেছে বলে বিশ্লেষকদের মত।

সুদান

সুদানের সন্ত্রাসী সংগঠন র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নেতৃত্বে আছে মুহাম্মদ হামদান দাগালো, যে হামিদতি নামে পরিচিত। আন্তর্জাতিক মহলে অভিযোগ, ইউএই এই বাহিনীকে রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থন দিয়ে আসছে। দারফুরসহ বিভিন্ন অঞ্চলে সংঘটিত সহিংসতায় আরএসএফের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। বিশেষ করে আল ফাশের এলাকায় বেসামরিক জনগণের ওপর চালানো গণহত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

লিবিয়া

লিবিয়ায় পূর্বাঞ্চলীয় শক্তিশালী সামরিক নেতা খলিফা হাফতার-এর বাহিনীও ইউএই-সমর্থিত বলে নানা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালানো হাফতারের বাহিনীর বিরুদ্ধে ত্রাহুনা ও আশপাশের এলাকায় গণকবর আবিষ্কারসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

গাজা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইউএইয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা কিছু সশস্ত্র অপরাধী চক্রকে আর্থিক ও লজিস্টিক সহায়তা দিচ্ছে। এসব চক্র মানবিক সহায়তা লুট, ফিলিস্তিনিদের অপহরণ এবং ইসরায়েলি দখলদার শক্তির স্বার্থে প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে কাজ করছে। এদের মধ্যে রয়েছে গাজার গাদ্দারখ্যাত  আবু শাবাব ও আল আস্তল নামে পরিচিত কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। আবু শাবাব সম্প্রতি নিহত হয়েছে।