মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আমরা আসছি হে গাজা : কুচকাওয়াজ থেকে সিরিয়ান সেনাবাহিনীর স্লোগান

IMG_20251208_165838_703

গতকাল সিরিয়ার মজার এক ঘটনা ঘটছে।

বিজয় দিবসে দিনব্যাপী ছিল বিপ্লবী সেনাবাহিনীর কুচকাওয়াজসহ আরও নানা আয়োজন।

রাজধানী দামেশকে সেনাবাহিনীর এক কুচকাওয়াজ থেকে ‘আমরা আসছি, তোমার জন্য, হে গাজা’ এরকম একটি স্লোগান উঠে। আর সব সশস্ত্র সেনাসদস্য সমস্বরে ফি/লি/স্তিনি কবি মুহাম্মদ হাসিব আল কাজির একটি বিখ্যাত কবিতা আবৃত্তি করতে থাকেন।

কবিতাটি এরকম :

আমরা আসছি তোমার দিকে।
হে শত্রু, আমরা আসছি।
হে গাজা, আমাদের শত্রুকে বলো, আমরা এগিয়ে আসছি।
আমরা আসছি।
হে গাজা, মৃত্যু পর্যন্ত আমরা তোমার পাশে আছি‌।

কী এক দারুণ মুহূর্ত, চিন্তা করেন। এই প্রথম কোন আরব সশস্ত্র সেনাবাহিনী গাজা নিয়ে এভাবে স্লোগান দিচ্ছে।

এরপরই এটা নিয়ে আরববিশ্বের সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠে।

আরও মজার এবং কিছুটা আশঙ্কারও ব্যাপার হল, ই/স/রা/য়ে/ল এই স্লোাগানের প্রতিক্রিয়া জানিয়েছে। এ ইস্যুতে আয়োজিত মিটিংয়ে সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। তবে পদক্ষেপ কেমন হবে, জানা যায়নি এখনও।

এদিকে গতকাল আল জাজিরার প্রকাশিত এক ডকুমেন্টারি ভিডিওতে আহমাদ শারা বলে বসেছেন, সিরিয়া বিজয়ের ঘটনায় ইস/রা/য়ে/ল হতভম্ব হয়েছে। তারা কল্পনা করেনি, এমনটা ঘটবে। এতে তাদের পুরো পরিকল্পনা ও প্রস্তুতি ভেস্তে গেছে।’

আর হ্যাঁ, সিরিয়ার এখনও ই/সরা/য়েলে/র সাথে কোন চুক্তিতে সই করেনি। ইসরায়েলের সাথে সিরিয়ার কোন শান্তি চুক্তি হবেও না। যেটা নিয়ে আলোচনা চলছে, সেটা শান্তিচুক্তি না। অন্যকিছু।

যারা গুজব ও বিভ্রান্তি ছড়ায়, তাদের কথায় কান দিবেন না। ভরসা রাখুন, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ।

রাজনীতি হলো, অপেক্ষার নাম। দেখতে থাকেন, পড়তে থাকেন।