আরাকান আর্মি: স্বাধীনতাকামী মুখোশের আড়ালে এক মাদকসন্ত্রাসী কার্টেল

আরাকান আর্মি (এএ) কোনো প্রতিরোধ আন্দোলন নয়, বরং সীমান্তজুড়ে সক্রিয় একটি ভয়ংকর মাদক কার্টেল। স্বাধীনতা সংগ্রামের মুখোশের আড়ালে এএ-র নেতারা গড়ে তুলেছে বিলিয়ন ডলারের অপরাধ সাম্রাজ্য। যা এশিয়াকে মাদক দিয়ে বিষাক্ত করছে। রোহিঙ্গাদের দাসে পরিণত করছে এবং যুদ্ধাপরাধের মাধ্যমে কালো টাকা সাফ করছে। সেনা পোশাকে মাদকের সাম্রাজ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী এএ আরাকান ও শান রাজ্যের […]