মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

আফগান শরণার্থীদের ফেরত পাঠাতে পাকিস্তানের দমন অভিযান, জাতিসংঘের উদ্বেগ

20250408_070649

আফগান শরণার্থীদের গ্রেপ্তার এবং নিজ দেশে ফেরত পাঠাতে পাকিস্তানে নতুন করে বড় পরিসরে দমন অভিযান শুরু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযান ইতিমধ্যে দেশজুড়ে শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

পাকিস্তানের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ। আফগানিস্তানবিষয়ক জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ প্রতিবেদনকারক রিচার্ড বেনেট এবং সংস্থাটির একাধিক বিশেষজ্ঞ এক যৌথ বিবৃতিতে পাকিস্তান সরকারকে এ অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তাঁদের ভাষ্য, জোরপূর্বক প্রত্যাবাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

গত তিন বছরে পাকিস্তান থেকে লক্ষাধিক আফগান শরণার্থীকে ফেরত পাঠানো হয়েছে। বিশেষ করে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের সময় আফগানিস্তান থেকে পালিয়ে আসা বহু মানুষ পাকিস্তানে আশ্রয় নেন। তবে সাম্প্রতিক সময়ে দেশটির সরকারের কঠোর অবস্থানের কারণে শরণার্থীদের ফেরত পাঠানোর প্রবণতা নতুন মাত্রা পেয়েছে।

জাতিসংঘ বলছে, আফগান শরণার্থীদের নিরাপত্তা ও মানবিক অধিকার হুমকির মুখে পড়তে পারে—এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। সংস্থাটি সতর্ক করে বলেছে, পরিস্থিতি আরও খারাপ হলে এর আন্তর্জাতিক দায়ভার পাকিস্তানকেই নিতে হবে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন