মধ্যপ্রাচ্য অর্ডার করতে ক্লিক করুন

অসহায়দের প্রতি মাসে ১২.৫ মিলিয়ন আফগানি সহায়তা দিচ্ছে তালেবান সরকার

images (1)

আফগানিস্তানে এতিম, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য নিয়মিত সহায়তা কার্যক্রম পরিচালনা করছে তালেবান সরকার। সমাজের সবচেয়ে দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতি মাসে ১২.৫ মিলিয়ন আফগানি (১২ কোটি ৫০ লাখ আফগানি) বরাদ্দ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, কোনো ধরনের বৈষম্য ছাড়া এই সহায়তা বিতরণ করা হচ্ছে।

বর্তমানে এই কর্মসূচির আওতায় ৬ লাখ ৫৩ হাজার ২৬৫ জন এতিম, বিধবা ও প্রতিবন্ধী রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৬৪৫ জন ইসলামী ইমারতের সঙ্গে সংশ্লিষ্ট, ১ লাখ ২২ হাজার ২৯৯ জন আগের প্রশাসনের সেনা ও পুলিশের পরিবারের সদস্য এবং ৩ লাখ ৬৩ হাজার ৩২১ জন সাধারণ নাগরিক।

এক কর্মকর্তা জানিয়েছেন মানবিক ও ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে এই সহায়তা দেওয়া হচ্ছে। সমাজে সংহতি বৃদ্ধি ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব করাই এর মূল লক্ষ্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত আগের প্রশাসনের সংশ্লিষ্ট পরিবারগুলোও এই সহায়তা পাচ্ছে, যা প্রমাণ করে ইসলামী ইমারত আফগানিস্তান কোনো পক্ষপাত করছে না এবং সবাইকে সমানভাবে দেখছে।

কর্তৃপক্ষ জানিয়েছে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে প্রকৃত ভুক্তভোগীরা সহায়তা পান।

বিশ্লেষকদের মতে এ ধরনের উদ্যোগ সমাজে স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে এবং পারস্পরিক সহানুভূতি ও সংহতির বার্তা দেবে।

আরো পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন